অসুস্থতায় অাদালতে পুরো সময় কাপছিলেন খালেদা
পুরাতন কেন্দ্রীয় কারাগারে বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ চলাকালে অাদালতে পুরোটা সময় অসুস্থতার কারণে কাপছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার বসার জন্য অাদালত কক্ষে একটি চেয়ার সংরক্ষিত থাকলেও তিনি সেখানে বসতে পারেননি। খালেদা জিয়া উঠে দাঁড়াতেও পারছিলেন না। এসময় তাকে বিমর্ষ দেখা যাচ্ছিল।
দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়াকে কারাগার থেকে হুইল চেয়ারে করে অাদালত কক্ষে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙ্গের শাড়ি। শাড়ির ওপরে একটি চাদর ছিল খালেদা জিয়ার পরনে।১২ টা ২০ মিনিটে এজলাসে অাসেন বিচারক ড. অাক্তারুজ্জামান। এসময় দুদকের অাইনজীবী মামলার শুনানি শুরু করেন। যদিও খালেদা জিয়ার কোন অাইনজীবী এসময় উপস্থিত ছিলেননা।
পরে ১২ টা ৪০ এর দিকে মামলার শুনানি শেষ হলে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর খালেদা জিয়াকে অাবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এ জাতীয় আরও খবর

বিএনপির মহাসচিবসহ ৭ নেতার জামিন স্থগিত হয়নি

যতই দিন যাবে, রক্তপাত বৃদ্ধি পাবে: অলি

ব্যারিস্টার মইনুলের ফোনালাপ ফাঁস (অডিওসহ)

ব্যারিস্টার মইনুল কারাগারে

ব্যারিস্টার মইনুলের জামিন নামঞ্জুর
