সালমান শাহ স্মরণে গাইবেন তারা
বিনোদন ডেস্ক : ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের এক ধুমকেতুর নাম সালমান শাহ। হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করেছিলেন তিনি। আবার হুট করেই চলে যান না ফেরার দেশে। অমর নায়ক সালমান শাহের মৃত্যুর এতো বছর পেরিয়েও কমেনি জনপ্রিয়তা। আগামী কাল (৬ সেপ্টেম্বর) প্রয়াত এ নায়কের মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে আরটিভির জনপ্রিয় লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’ সাজানো হয়েছে জনপ্রিয় এই নায়কের সরণে। বিশেষ এই পর্বে গান করবেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ঝিলিক ও রাজীব।
কামরুন নাহার অভির উপস্থাপনায় ‘মিউজিক স্টেশন’য়ে গানের দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন শিল্পীরা। শোনাবেন দর্শকদের পছন্দের গান। বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে আর টিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।