জামিন পেলেন কফিশফ মালিক মাহজাবিন
অনলাইন ডেস্ক : তথ্য-প্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন ফারিয়া মাহজাবিন। নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলনের সময় ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে দুই দিনের রিমান্ডেও নেয়া হয়।
এই মামলায় জামিন চেয়ে মঙ্গলবার নিম্ন আদালতে আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক চৌধুরী তার জামিন মঞ্জুর করেন। ফারিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জায়েদুল ইসলাম ও জ্যোতির্ময় বড়ুয়া।
ধানমন্ডিতে অবস্থিত একটি কফি শপ পরিচালনা করেন ফারিয়া মাহজাবিন (২৮)। গত ১৬ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে হাজারীবাগ থানায় সোপর্দ করে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭(২) ধারার মামলা দায়ের করা হয়।