ইউটিউবকে টপকাতে সারাবিশ্বে ‘ওয়াচ’ চালুর ঘোষণা ফেসবুকের
নিউজ ডেস্ক।। ইউটিউবের ন্যায় নতুন ভিডিও সেবা ‘ওয়াচ’ চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। বিশ্বজুড়ে এ সেবা দিবে ফেসবুক। যুক্তরাষ্ট্রে ‘ওয়াচ’ চালুর এক বছর পর এ ঘোষণা দিল ফেসবুক।
ফেসবুকের ভিডিও বিভাগের প্রধান ফিডজি সিমো বলেছেন, ওয়াচ ব্যবহার বেড়েই চলেছে। কারণ ভিডিও দেখাটা এমন মূলনীতির ওপর প্রতিষ্ঠিত যা মানুষকে সামাজিকভাবে উদ্দীপ্ত করে।
সাংবাদিকদের সিমো আরও বলেন, প্রতিমাসে যুক্তরাষ্ট্রের পাঁচকোটি মানুষ ওয়াচে ভিডিও দেখেন এবং কমপক্ষে এক মিনিট করে থাকেন। ২০১৮ সালের শুরুতে এ সেবা চালু করার পর থেকে এ সাইটে সময় কাটানোর হার ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সিমো জানান, ওয়াচ ব্যবহার করে বন্ধু, ভক্ত বা ভিডিও নির্মাতার সঙ্গে কথোপকথন চালানো যাবে।
এ সেবার মাধ্যমে অর্থ আয়ের সুবিধাও পাবেন ভিডিও নির্মাতারা। ফেসবুক এতে অ্যাড ব্রেকস নামের বিজ্ঞাপন সুবিধা চালু করবে। শুরুতে এটি যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে। এরপর অন্য দেশে এ সুবিধা চালু হবে।
সিমো আরও বলেন, এ সেবার মাধ্যমে ভিডিও নির্মাতারা লাভের ৫৫% পাবে আর ফেসবুক কর্তৃপক্ষ পাবে বাকি ৪৫%। এছাড়া অ্যাড ব্রেকে অংশ নিয়ে অর্থ আয় করতে হলে ভিডিও নির্মাতাদের কমপক্ষে তিন মিনিটের ভিডিও তৈরি করতে হবে। দুই মাসে ৩০ হাজার ব্যবহারকারী এক মিনিট করে ভিউ থাকতে হবে। ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। সূত্র ; রয়টার্স