রবিবার, ২রা সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৮ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ভেটোরির স্থলাভিষিক্ত হলেন গ্যারি কারেস্টেন

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেটোরির বরখাস্ত করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার এক সপ্তাহ যেতে না যেতেই নতুন কোচের নাম প্রকাশ করল দলটি।

২০১৪ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেটোরি।

তার অধীনে সর্বোচ্চ অর্জন ২০১৬ সালে রানার-আপ হওয়া। এর আগে ও পরে চার আসরে ২০১৫ সালে প্লে-অফ পর্ব ছাড়া ষষ্ঠ, সপ্তম বা আট নম্বরে থেকে আইপিএল শেষ করতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।
যার খেসারত দিতে হল ভেটোরিকে। শুধু তাকেই নয়, তার সাথে থাকা গোটা কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে ব্যাঙ্গালুরু।

ভেটোরির সঙ্গে ফিল্ডিং ও ব্যাটিং কোচ ট্রেন্ট উইডলি এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও বিদায় জানিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মালিকপক্ষ।

গ্যারি কারেস্টেন এর আগে ভারত জাতীয় দলের হয়ে কাজ করেছেন। তার অধীনে বিশ্বকাপও জিতেছে তারা।
আইপিএলে সেরা দল গড়েও বারবার ব্যর্থ হতে থাকা দলটাকে যদি ভাল কিছু এনে দিতে পারে তাহলে কোচ পরিবর্তন করাটা ভাল কিছুই হবে।

বেঙ্গালুরুর দায়িত্ব নেয়ার পর কারেস্টেন জানান, খুবই সম্মানিত বোধ করছি বেঙ্গালুরুর মতো দলের কোচ হতে পেরে। আরও গর্বিত গত মৌসুমে ভেটোরির সঙ্গে কাজ করতে পেরে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সাহায্য করবে আমাকে। সেই অভিজ্ঞতা দিয়ে আরসিবিকে ভালো কিছু দিতে চাই। আমি আমার সেরাটা দেবো এই দলের জন্য। আমি বেঙ্গালুরু ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই এত বড় দায়িত্ব দেওয়ার জন্য।

এ জাতীয় আরও খবর

‘অধিনায়ক’ আশরাফুলের যে রেকর্ড নেই আর কোনো বাংলাদেশির

শূন্য হাতেই শেষ হলো বাংলাদেশের এশিয়ান গেমস

বিরতির পর ফের টাইগারদের অনুশীলন শুরু

আবার হারল সেন্ট কিটস, অবহেলিত মাহমুদউল্লাহ

ভারতের বোলারদের সামলে লড়াইয়ের ইঙ্গিত ইংল্যান্ডের

বেল-বেনজেমায় রিয়ালের হ্যাটট্রিক জয়

এশিয়া কাপে টাইগারদের ম্যাচ কবে, কখন

বিপিএলের প্লেয়ার ড্রাফট ২৫ অক্টোবর

পিএসজিকে জেতালেন এমবাপে, দেখলেন লাল কার্ডও