আখাউড়ায় মাদক মামলার আসামীসহ ১০ জন গ্রেফতার
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ বৃহস্প্রতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে একজন তালিকাভূক্ত চোরসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন জাতের মাদকদ্রব্য।গ্রেফতারকৃতদের মধ্যে জসিম উদ্দিন নামে একজন তালিকা ভূক্ত চোর রয়েছে। মাদক মামলায় তাহের মিয়া নামে একজন ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। বাকী ৮জন চিহ্নিত মাদক বিক্রেতা।গ্রেফতারকৃতরা হলো মোগড়ার সুলতান মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), মোগড়া বচিয়ারার ইউনুছ মিয়ার পুত্র ইসমাইল হোসেন (৫০), দুর্গাপুর গ্রামের ফুল মিয়ার পুত্র নাইম মিয়া (৫০) চানপুরেরশাহীন মিয়া (২৮), চট্টগ্রামের আমির হোসেন (২৯), আখাউড়া খলাপাড়ার মোখলেছ মিয়ার পুত্র আমির হোসেন (৩০), গঙ্গাসাগর দীঘির পাড়ের নজব আলীর পুত্র রেজাউল (৫০), আখাউড়া আনোয়ারপুরের আবু তাদের মিয়া (৩৫), মনিয়ন্দ কর্মমঠ গ্রামের তাজুল ইসলাম (২৫) ও আল আমীন (২৪)। গ্রেফতারকৃতদের মধ্যে আবু তাহের আদালতের ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে প্রতিটি এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।