পেরুকে হারিয়ে ডেনমার্কের বিশ্বকাপ মিশন শুরু
স্পোর্টস ডেস্ক।। টানা ১৫ ম্যাচ করে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করেছিল দুই দল। ইউসুফ পাউলসেনের একমাত্র গোলে পেরুকে হারিয়ে অজেয় যাত্রা ধরে রেখেছে ডেনমার্ক।
বিশ্বকাপ তো বটেই যে কোনো পর্যায়ে দুই দলের প্রথম দেখায় জিতল ডেনমার্ক।
সারানস্কের মরদোভা অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল পেরু। আটটি শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল দলটি।
ক্রিস্তিয়ান কুয়েভার স্পট কিক ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে গেলে বিরতির আগে পেরুর সেরা সুযোগটি নষ্ট হয়। ডি-বক্সের মধ্যে কুয়েভাকে ইউসুফ ফাউল করলে শুরুতে পেনাল্টির সিদ্ধান্ত না দিলেও পরে ভিডিও রেফারি অ্যাসিসটেন্ট প্রযুক্তির (ভিএআর) সহযোগিতা নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পেরুর মতোই আগের ১৫ ম্যাচে অপরাজিত থাকা ডেনমার্ক। ৫৯তম মিনিটে মাঝমাঠের একটু ওপর থেকে আক্রমণে ওঠা ক্রিস্টিয়ান এরিকসন শেষ মুহূর্তে এসে বল বাড়ান বাঁ দিকে থাকা ইউসুফকে। আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৭৯তম মিনিটে কিয়েভার ব্যাক হিল পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয় পেরুর। শেষ দিকে আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। ৮৪তম মিনিটে জেফারসন ফারানোর শট রক্ষণ দেয়ালে বাধা পায়। দুই মিনিট পর এরিকসনের শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি পেরুর গোলরক্ষক। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি।
শনিবার ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে পল পগবার গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় ফ্রান্স। বিডিনিউজ