রয়ের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৩৪৩ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন জেসন রয়। পরে তাণ্ডব দেখালেন জস বাটলারও। এই যুগলের ব্যাটে চড়েই কার্ডিফে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে ৩৪৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। ৮ উইকেটে তারা করেছে ৩৪২ রান।
বরাবরের মতো শুরু থেকেই মারমুখী ছিল ইংল্যান্ড। ২৪ বলে ৪২ রান করে আউট হন ওপেনার জনি বেয়ারস্টো। এরপর অ্যালেক্স হেলস (২৬) আর জো রুট (২২) আটকে যান বিশের ঘরে। তবে জস বাটলার খেলেছেন দুর্দান্ত। দলকে টেনে নিয়েছেন একদম শেষ পর্যন্ত।
১০৮ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে সাজঘরে ফিরেন জেসন রয়। এরপর স্যাম বিলিংস, মঈন আলীরা সুবিধা করতে না পারলেও একপ্রান্তে ঠিকই তাণ্ডব চালিয়ে গেছেন বাটলার। ৭০ বলে ৮ চার আর ২ ছক্কায় ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ঝি রিচার্ডসন, কেন রিচার্ডসন আর অ্যান্ড্রু টাই।