আর্জেন্টিনার একাদশে কে কে থাকছেন?
স্পোর্টস ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে আজ শনিবার বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। তুলনামূলক ছোট দল আইসল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় আর্জেন্টিনা। অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া আইসল্যান্ডও চায় ভালো কিছু করদে চায়। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে দু’দলের মধ্যকার এই লড়াই।
সবাইকে অনেকটা চমকে দিয়ে গতকাল শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে সেরা একাদশ ঘোষণা করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। আজকের ম্যাচে আর্জেন্টিনার একাদশে মেসি-আগুয়েরো আছেন আক্রমণভাগে। তবে ধারণা অনুযায়ী দলে জায়গা হয়নি পাওলো দিবালার।
আর্জেন্টিনা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। দলটির কোচ জর্জ সাম্পাওলি বলেন, ‘দল হিসেবে আমরা এখন অনেক বেশি গোছানো। আশা করি আমাদের সামনের দিনগুলো ভালো কাটবে।’
আর্জেন্টিনার কোচ আরও বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ভালোভাবে এবারের বিশ্বকাপ শুরু করা। বুঝাই যাচ্ছে, জয় ছাড়া অন্যকিছুই ভাবছি না আমরা। আইসল্যান্ড ভালো দল। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপে এসেছে। তবে আমরা সর্তক। পরিকল্পনামাফিক খেলতে পারলে এ ম্যাচে জয় পাওয়া কঠিন নয়। এ ম্যাচে ভালো ফল অর্জন করতে পারলে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলো আরও সহজ হয়ে যাবে।’
আর্জেন্টিনার সম্ভাব্য দল : উইলি কাবাইয়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, মাক্সিমিলিয়ানো মেসা, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরো।