নোয়াখালীর বেগমগঞ্জে নতুন গ্যাস জোনের সন্ধান
নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে গ্যাস ক্ষেত্রে নতুন গ্যাস জোনের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক একেএম রুহুল ইসলাম চৌধুরী আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এটা ওয়ার্কওভার প্রকল্প। এটা আগে ছিল, নতুন করে ওয়ার্কওভার করা হয়েছে। আজ ভোর থেকে ওই জোন থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
এটা এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষামূলক উত্তোলন পর্যবেক্ষণের পর গ্যাস জোনটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে।
বাপেক্স বলছে, ঈদের পরই ওই গ্যাস সরবরাহ হতে পারে। তবে গ্যাস জোনটিতে কী পরিমাণ গ্যাস আছে তা আপাতত জানা যায়নি। সূত্র: আরটিভি অনলাইন