রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

পদ্মা সেতুসহ ১০ মেগা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : পদ্মা বহুমুখী সেতু প্রকল্পসহ ১০টি প্রকল্পকে মেগা প্রকল্প হিসেবে বাজেটে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতা দেওয়ার সময় অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণসহ ১০টি বৃহৎ প্রকল্পকে মেগা প্রকল্প হিসেবে চিহ্নিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজরে আনা হয়েছে।

আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি

পদ্মা সেতুসহ অন্যান্য মেগা প্রকল্পগুলো হলো- পদ্মা রেল সেতু নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, দোহাজারী থেকে রামু-কক্সবাজার এবং রামু-ঘুমধুম রেলপথ নির্মাণ, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, পায়রা সমুদ্রবন্দর, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্রকল্প এবং মহেশখালীতে ভাসমান এলএমজি টার্মিনাল নির্মাণ প্রকল্প।

তিনি বলেন, এই কাজগুলো দেখাশোনার জন্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি ফাস্টট্রাক প্রজেক্ট মনিটরিং কাজ করে যাচ্ছে।

এরআগে দুপুর সাড়ে বারোটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে ২০১৮-১৯ অর্থবছরের জন্য এই বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চার প্রস্তাব

ঈদযাত্রায় প্রথম দিনেই শিডিউল বিপর্যয়

ঢাকা বিমানবন্দরে ইফতারের ১০ মিনিট আগে আজান

জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রী

ঈদের আগেই সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

বাংলাদেশে ‘মানবাধিকার লঙ্ঘনে’ উদ্বেগ ইইউ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের