রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাওয়াশের শিকার হতে হলো বাংলাদেশকেই

স্পোর্টস ডেস্ক: হলো না! মনে হচ্ছিল দেরিতে হলেও ঘুম ভেঙেছে বাংলাদেশের। আহত বাঘের মতো খোঁচা লেগে গর্জে উঠেছে। ১২ বলে ৩০ লাগে এমন কঠিন সমীকরণও মুশফিক সহজ করে দিলেন টানা ৫ চারে। প্রতিটা শটে ফুটে উঠছিল কী প্রত্যয়। রশিদের শেষ ওভারের প্রথম বলে মুশফিক ফিরে এলেও হাল ছাড়েনি বাংলাদেশ। লড়ে গেল শেষ ওভারের শেষ বল পর্যন্ত। কিন্তু নাটকীয়তার রোমাঞ্চই জাগাতে পারল শুধু। হেরে গেল মাত্র ১ রানে।

আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি

এত এত চেষ্টার পরও আফগানিস্তানের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ছোঁয়া হলো না। ৫ উইকেটে থামল ১৪৪ রান করে। বৃথা গেল মুশফিকের ৩৭ বলে ৪৬ রানের ইনিংসটি। বৃথা গেল বাংলাদেশকে ম্যাচে ফেরানো ৩৮ বলে ৪৫ রানের ইনিংসটি। শেষ বলে তিনটা রান নেওয়ার প্রাণপণ চেষ্টা করেও পারেনি বাংলাদেশ। বাউন্ডারি হতে হতেও হয়নি। সীমানার ওপারে শূন্যে পা ভাসিয়ে রেখে চার বাঁচিয়েছেন আফগান ফিল্ডার শফিক। পা মাটিতে থাকলেই জিতে যেত বাংলাদেশ!

অবশেষে বাংলাওয়াশের শিকার হতে হলো বাংলাদেশকেই। আফগানিস্তান এই প্রথম জিম্বাবুয়ে ছাড়া টেস্ট খেলুড়ে আর কোনো দলকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করল।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আর্জেন্টিনার ভক্ত মাশরাফি

নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

হলিউডের সিনেমায় মারিয়া শারাপোভা!

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী সিমোনা হালেপ

ফ্রান্সকে রুখে দিল যুক্তরাষ্ট্র

তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় স্পেনের