‘সেলফি’ কেড়ে নিলো ময়ূরের প্রাণ
অনলাইন ডেস্ক: প্রযুক্তির যুগে ‘সেলফি’ একটি জনপ্রিয় নাম। নিত্যদিন ‘সেলফি’ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ এ প্রতিযোগিতায় আবার প্রাণও হারিয়েছেন অনেকেই। অবশেষে এই মরণফাঁদে প্রাণ গেলো ভারতে উত্তরবঙ্গের এক ময়ূরের।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে একটি গ্রামে গ্রামবাসীদের অত্যাচারে মারা যায় ময়ূরটি। জানা গেছে, ময়ূরটি পাশের জঙ্গল থেকে পাশের গ্রামে ঢুকে পড়ে। এ সময় গ্রামবাসীরা ময়ূরটিকে দেখতেই এর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। জোর করে ময়ূরটির পেখম মেলানোর চেষ্টা করতে থাকে কয়েকজন যুবক। কেউ পা ধরে টানতে থাকে। কেউ আবার ঝুঁটি ধরে মাথা নাড়াতে থাকে। অবশেষে অত্যাচার সহ্য না করতে পেরে প্রাণ হারায় ময়ূরটি।
প্রতিদিনই বন্যপ্রাণীদের গ্রামে ঢুকে মারা পড়ার ঘটনা ঘটছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটি গ্রামে লেপার্ডকে বেধড়ক পিটিয়ে জীবন্ত জ্বালিয়ে মারে গ্রামবাসীরা।