কিশোরের ভাসমান লাশ উদ্ধার নিঁখোজের ১ দিন পর
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির আহম্মেদ জানান, গতকার শুক্রবার সকালে বিশ্মপুরের একটি জমিতে কাটা ধান আনতে যায় মান্না ও আরো দুজন। এসময় হঠাৎ করে প্রবল বেগে ভারতের পাহাড়ী ঢলের পানিতে তাদের ধান ভেসে যাচ্ছিল। তাই মান্নাসহ সকলেই পানিতে ভাসতে থাকা ধান আনতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে অন্য দুজন পানি থেকে কোনভাবে উঠতে পারলেও মান্না উঠতে পারেনি।
আরও : কোটা সংস্কার আন্দোলনের নেতাকে মারধর
এই ঘটনার পর পরিবারের লোকজনসহ পুলিশও বিভিন্ন এলাকায় খুঁজতে থাকেন। তবে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে বিশ্মপুর ইউনিয়নের লক্ষিমুড়া এলাকার পূর্বপাশের একটি রেলব্রিজের নিচে মান্নার ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।