ক্লাস-পরীক্ষা বর্জন : প্রজ্ঞাপনের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
সরকারি চাকরির কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আরও : কোটা সংস্কার আন্দোলনের নেতাকে মারধর
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বহু শিক্ষার্থীকে সেখানে অবস্থান করতে দেখা গেছে।
এ জাতীয় আরও খবর

কোটা সংস্কার আন্দোলনের নেতাকে মারধর

ডুয়েট ছাত্রলীগে পদবঞ্চিতদের তাণ্ডব, আহত অর্ধশতাধিক

হিন্দুদের ওপর গণহত্যা চালিয়েছে আরসা: অ্যামনেস্টি

দেশে মাদক বিস্তর রোধে ৫০০ জনের হিস্টলিস্ট!

সুন্দরবনে বনদস্যু বাহিনীর ৫৭ সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ
