নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে। উপজেলার ফকিরদিয়া গ্রামের দুলাল মিয়ার প্রতিবন্দী মেয়ে ফারজানা আক্তার(১০) ও বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মাওলানা শহীদুল্লার মেয়ে তাসফিয়া বেগম (৭)। ফকিরদিয়া গ্রামের নানা রহমত আলীর বাড়িতে তাসফিয়া বেড়াতে এসেছিল।
পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জানান,পরিবারের অজান্তে দুপুরে ফকিরদিয়া লঞ্চ ঘাটের পাশে খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। তাদেরকে অনেক খোঁজাখুজির পর বিকালে তাদের লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। তাদের মুত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
এ জাতীয় আরও খবর
