বাঞ্ছারামপুরে বর্ষা সবাইকে তাক্ লাগিয়ে দিয়েছে
বাঞ্ছারামপুর প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের ব্যবসায়ী নিখিল চন্দ্র দাসের বড় মেয়ে সুস্মিতা রঞ্জন দাস বর্ষা এ বছর একমাত্র পরীক্ষার্থী যে মেয়েদের মধ্যে গোল্ডেন জিপিএ ৫ পায়। বর্ষাদের বাড়ি বাঞ্ছারামপুর সদর উপজেলার হাইস্কুল রোডে।
নরসিংদীর সাটিরপাড়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন,-‘বর্ষা,-ক্লাশে ও বিভিন্ন পরীক্ষায় বরাবরই মেধাবী ছিলো।জেএসসি পরীক্ষাতেও সে জিপিএ ৫ পায়। প্রকাশিতব্য মেধাবৃত্তিতে বর্ষার একটি উত্তম অবস্থান থাকবে।
মেধাবী বর্ষার পিতা নিখিল চন্দ্র দাস জানায়,-‘‘ আমি আনন্দিত।দারুন খুশী।ভগবানের কাছে কৃতজ্ঞতা।বর্ষা অক্লান্ত পরিশ্রমের ফল সে পেয়েছে।তাই সে ২০১৮ ইং সনের এস এস সি পরীক্ষায় ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে মেয়েদের মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে।বাঞ্ছারামপুরসহ দেশবাসী আর্শিবাদ করবেন বর্ষা যেন সামনের দিনগুলোতে আরো ভাল ফলাফল করতে পারে ।
মেধাবী বর্ষা জানায়,আমার ভাল ফলাফলের পেছনে শিক্ষক, বাবা-মা’র উৎসাহ প্রেরনা যুগিয়েছে। আমি বড় হয়ে ডাক্তার বা প্রশাসনিক কর্মকর্তা হতে চাই’।