জাতিসংঘের প্রতিনিধি দল রাখাইন যাচ্ছে মঙ্গলবার
আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার মিয়ানমারের রাখাইন রাজ্যে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি রাখাইন রাজ্যে যাবে বলে এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রতিনিধিদলের সেখানে যাওয়ার কথা থাকলেও মিয়ানমার দাবি করেছিল- ‘এখন উপযুক্ত সময় না’।
এর পর চলতি মাসে তারা ১৫ সদস্যের প্রতিনিধিদলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়।
মিয়ানমারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধিদলের সদস্যরা সোমবার নেপিদো পৌঁছাবেন এবং তার পর দিনই রাখাইনে যাবেন।
গত বছরের আগস্টে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর সহিংস নির্যাতনের পর এটিই জাতিসংঘের সবচেয়ে উচ্চপদস্থ প্রতিনিধিদলের রাখাইন সফর হবে।