শনিবার, ২৮শে এপ্রিল, ২০১৮ ইং ১৫ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

সেই ফিলিস্তিনি সাংবাদিক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ ফর রিটার্ন’ নামের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি সাংবাদিক আহত হন। ওই সাংবাদিক গতকাল বুধবার মারা গেছেন বলে জানা গেছে।

নিহত ওই সাংবাদিকদের নাম আহমেদ আবু হুসেন (২৪)। তিনি আল শাব রেডিওতে কাজ করতেন। আবু হুসেন ১৩ এপ্রিলের বিক্ষোভে সংবাদ সংগ্রহ করছিলেন। সে সময় তিনি বুকে প্রেস লেখা সাংবাদিকদের সুরক্ষা জ্যাকেট পরিহিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, সুরক্ষা জ্যাকেট পরা আবু হুসেন আহত হয়ে পড়ে আছেন। গত ৩০ মার্চ শুরু হওয়া ওই বিক্ষোভে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে তাঁকে নিয়ে এ পর্যন্ত দু্জন সাংবাদিক নিহত হয়েছেন।

এদিকে, ফিলিস্তিনির স্বাস্থ্য অধিদফতর জানায়, আবু হুসেনের শরীরের এক পাশ দিয়ে একটি বুলেট ঢুকে গিয়েছিল। এর পর অধিকৃত পশ্চিমতীরের হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইসরাইলের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, নিরস্ত্র ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে আবু হুসেনসহ নিহতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা

Print Friendly, PDF & Email