শুক্রবার, ১৩ই এপ্রিল, ২০১৮ ইং ৩০শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

সিরিয়ায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স হামলা করতে একাট্টা

সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার পাল্টা আঘাত হিসেবে দেশটিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সম্মিলিত হামলার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডাউনিং স্ট্রিট সূত্র তা জানিয়েছে। ডেইলি স্টার ইউকে

সিরিয়ার ডুমায় রাসায়নিক হামলায় কমপক্ষে ৪৫ জন মারা যায়। এছাড়া আহত হয়েছে ৩ শতাধিক। এর পাশাপাশি সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের সামরিক স্থাপনা ধ্বংস করা হয়। ইরান এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলের এ হামলার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তবে সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ভুয়া খবর বলে অভিহিত করেছেন। সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি পরিস্থিতি আরো ভয়ানক করে তুলবে বলেও রুশ রাষ্ট্রদূত মন্তব্য করেন।

আমাদের সময়.কম

Print Friendly, PDF & Email