সোমবার, ১৬ই এপ্রিল, ২০১৮ ইং ৩রা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে যত বাঙালি আছে সবাইকে বলেছেন ‘শুভ নববর্ষ’। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের পক্ষ থেকে সব বাঙালির আনন্দময় নববর্ষ কামনা করছি।’

জন সুলিভান আরও বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ দিন উদযাপনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।’

বার্তা সংস্থা আইএএনএসের খবরে জানানো হয়, ধর্ম-বর্ণনির্বিশেষে পয়লা বৈশাখে মাতৃভাষা বাংলায় কথা বলা মানুষদের কাছে সুন্দর শোভাযাত্রা, মেলা ও নাচগানে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ বলে উল্লেখ করেন তিনি।

নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইরানের ঘাঁটি ব্যবহারের করবে রাশিয়া

সংস্কৃতি বাংলাদেশ-ভারতকে এক সূত্রে গেঁথেছে : সুষমা স্বরাজ

মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা জারি করবে জাতিসংঘ?

তেহরানে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ!

ব্রিটিশ রাজপরিবারের বিয়ের আমন্ত্রণ সূচীতে নেই ট্রাম্প-ওবামা

একদিনেই গাজায় আহত ১০০০