শনিবার, ১৪ই এপ্রিল, ২০১৮ ইং ১লা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়েই হবে : সচিব

কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন ‘যথাসময়েই’ হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপনসহ অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ সময় সাংবাদিকরা জানতে চান, সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না? উত্তরে  জনপ্রশাসন সচিব বলেন, ‘সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে।’

সচিব জানান, প্রজ্ঞাপনের সময়ই এসব বিষয়ে উল্লেখ থাকবে।

কোটা সংস্কারের দাবিতে গত রবিবার থেকে আন্দোলনে নামেন সারা দেশের শিক্ষার্থীরা। পরে গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিলে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সিরিয়ায় একসঙ্গে তিন দেশের হামলা

নববর্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা

অপহৃত হোটেল কর্মচারীকে হাত-পা বাঁধা অবস্থায় সাভার থেকে উদ্ধার

অশুভ শক্তির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নববর্ষে মঙ্গল শোভাযাত্রা

শিকড় সন্ধানে ছায়ানটের বর্ষবরণ