শনিবার, ১৪ই এপ্রিল, ২০১৮ ইং ১লা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

‘একটি সিনেমার গল্প’র গানের সঙ্গে এক সন্ধ্যা

বিনোদন প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রকাশিত হলো জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর পরিচালিত নতুন ছবি ‘একটি সিনেমার গল্প’র সব গান। বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ উপলক্ষে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো জমকালো ‘মিট দ্য প্রেস’। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শোবিজের একঝাঁক তারকা।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল মুক্তি পাবে আইকন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও জুঁই নিবেদিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। ছবিটির এক্সক্লুসিভ ডিজিটাল কনটেন্ট পার্টনার বাংলাঢোল লিমিডেট। তাদের আয়োজনে অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ছুটে আসেন ছবিটির অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানে তিনি বলেন, ‘দারুণ সব গান রয়েছে ছবিটিতে। দীর্ঘদিন পর বাংলাদেশের ছবিতে কাজ করে ভালো লাগছে। ভবিষ্যতে আরও কাজ করতে চাই।’

শিল্পী-কুশলীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছবিটির অন্যতম অভিনেতা আলমগীর। তার মতে, ছবিটিতে মেলোডিয়াস গানের ব্যবহার রয়েছে, যা দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করবে। ছবিটির অন্যতম শিল্পী আরিফিন শুভ বলেন, ‘এই ছবিতে অভিনয় আমার জীবনে দারুণ একটি প্রাপ্তি, পুরস্কার। গুণী মানুষদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি।’

অনুষ্ঠানে এসেছিলেন উপমহাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও আলমগীরের সহধর্মিনী রুনা লায়লা। গুণী এই শিল্পী বলেন, ‘এই ছবিতে গান গাওয়ার জন্য আমাকে বলা হয়েছিলো। আমি বলেছি তরুণদের সুযোগ দিন। সব মিলিয়ে গানগুলো বেশ ভালো হয়েছে। ছবিটির জন্য শুভকামনা।’

অনুষ্ঠানে আরও ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা হাসান ইমাম, আরিফিন শুভ, অভিনেত্রী চম্পা, গীতিকার কবির বকুল, সংগীত পরিচালক শওকত আলী ইমন, ঝিলিক প্রমুখ।
শুভকামনা জানাতে এসেছিলেন চলচ্চিত্রের ‘মিয়াভাই’খ্যাত অভিনেতা ফারুক, চিত্রনায়ক জায়েদ খান, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, বাংলাঢোলের ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক প্রমুখ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ হোসেন জেমী।

‘একটি সিনেমার গল্প’ ছবিতে গান থাকছে পাঁচটি। এরই মধ্যে ছবিটির ট্রেলার দর্শকের নজর কেড়েছে। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলসহ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্রিক্সে পাওয়া যাবে ছবির গান, টিজারসহ অন্যান্য সব কনটেন্ট।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা নারীত্বের অংশ : উর্মিলা

ক্ষুধার্ত জিরাফের কাণ্ড

সালমান খান আকর্ষণীয় পুরুষ : ঐশ্বরিয়া

ক্রিকেট যেখানে সুন্দর

অতিথি আপ্যায়নে ইলিশ কাবাব

ঢাকাই নায়িকা যখন রাজস্থানি তরুণী