রবিবার, ৮ই এপ্রিল, ২০১৮ ইং ২৫শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

শান্ত-নাসিরের ঝড়ো সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন আবাহনী

ঝিমিয়ে থাকা নাসির হোসেনের ব্যাট ঝলসে উঠল লিগের শেষ ম্যাচে। আলো ছড়ানো লিগের শেষটায়ও দারুণ দ্যুতিময় নাজমুল হোসেন শান্তর ব্যাট। দুজনে ব্যাটিং তাণ্ডব আর মাশরাফ বিন মুর্তজার ছোট্ট ঝড়ে আবাহনী গড়ল রানের পাহাড়। রূপগঞ্জ চেষ্টা করেছে। কিন্তু যেতে পারেনি চূড়ার ধারেকাছে। ম্যাচ জিতে ঢাক-ঢোল বাজিয়ে, ব্যান্ড পার্টির বাদ্যে শিরোপা জয়ের উৎসবে মাতল আবাহনী।

হারলেও সুযোগ ছিল, তবে অন্যের দিকে কেন তাকিয়ে থাকা! শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আবাহনী লিমিটেড।

নিজেদের রেকর্ড আরেকধাপ বাড়িয়ে ঢাকার শীর্ষ লিগ ক্রিকেটে আবাহনীর এটি ১৯তম শিরোপা।

বিকেএসপিতে বৃহস্পতিবার শান্ত ও নাসিরের ঝড়ো সেঞ্চুরি আবাহনীকে এনে দেয় ৩৭৪ রান। আগের ম্যাচেই ৩৯৩ রানের রেকর্ড গড়েছিল দলটি। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরে ছাড়িয়ে গেল নিজেদের ৩৭১ রানকে।

বিশাল রান তাড়ায় রূপগঞ্জ ইঙ্গিত দিয়েছিল চ্যালেঞ্জ জানানোর। কিন্তু দু:সাধ্য কাজটি শেষ পর্যন্ত করে উঠতে পারেনি। বরং শেষ দিকে দ্রুত উইকট হারিয়ে অলআউট হয়েছে ২৮০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ৫০ ওভারে ৩৭৪/৬ (এনামুল ৫৭, শান্ত ১১৩, বিহারি ৬, মিঠুন ১, নাসির ১২৯, মোসাদ্দেক ১৯*, মিরাজ ৭, মাশরাফি ২৮*; শহিদ ২/৮১, আশিকুজ্জামান ০/৬৮, রসুল ৩/৪২, আসিফ ১/৯৩, মোশাররফ ০/৫৩, নাঈম ইসলাম ০/৩২)।

রূপগঞ্জ: ৪২.৪ ওভারে ২৮০ (মজিদ ০, মোহাম্মদ নাঈম ৭০, অভিষেক ১৩, মুশফিক ৬৭, নাঈম ইসলাম ৭৬, রসুল ২৯, নাজমুল মিলন ৭, মোশাররফ ৭, শহিদ ০, আশিকুজ্জামান ০*, আসিফ ০; মিরাজ ২/২৯, মাশরাফি ১/৩০, সানজামুল ২/৬২, সন্দ্বিপ ২/৫৩, নাসির ২/৬৭, সাকলাইন ০/৩৭)।

ফল: আবাহনী ৯৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাসির হোসেন

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাভো ঝড়ে হারে শুরু মোস্তাফিজদের

খেলছেন মোস্তাফিজ, ব্যাটিংয়ে মুম্বাই

এবার আইপিএলে নেই যেসব তারকারা

শচীনের সঙ্গে কাটার মাস্টার

ডাকলেও আইপিএল খেলতে আসব না : আফ্রিদি

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই-চেন্নাই, সমর্থন চাইলেন মোস্তাফিজ