রবিবার, ৮ই এপ্রিল, ২০১৮ ইং ২৫শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

তুরস্কে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে শিক্ষকসহ নিহত ৪

তুরস্কে এক বন্দুকধারীর গুলিতে শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম তুরস্কের এস্কিসেহির অঞ্চলের ওসমানগাজি ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে। হামলাকারী বন্দুকধারী একজন গবেষণা সহায়ক। পরে তাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিহতদের মধ্যে একজন ডেপুটি ডিন, একজন ফ্যাকাল্টি সেক্রেটারি ও দু’জন লেকচারার রয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বন্দুকধারীর উদ্দেশ্য কী ছিল তা পরিষ্কার জানা যায়নি। কিন্তু, খবরে বলা হয়, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এক বার্তায় ইউনিভার্সিটির রেক্টর হাসান গোনেন বলেন, শিক্ষা অনুষদের ডেপুটি ডিন মিকাইল ইয়ালসিন, ফ্যাকাল্টি সেক্রেটারি ফাতিহ ওজমুতলু, প্রভাষক সারদার কাগলাক ও সহকারী প্রভাষক ইয়াসির আরমাগান গুলিতে নিহত হয়েছেন।

তিনি বলেন, হামলাকারী প্রথমে ডিনের রুমে ঢুকে একজনকে গুলি করেন। এরপর তিনি ভবনের উপরের তলায় গিয়ে আরও তিনজনকে গুলি করে বেরিয়ে যান।

তুরস্কের সরকারপন্থী গণমাধ্যম সাবাহ-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগে ওই গবেষণা সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। ফেতুল্লাহিস্ট টেরোরিস্ট অর্গানাইজেশন বিষয়ে তদন্তের অংশ হিসেবে তাকে অব্যাহতি দেয়া হয়।

Print Friendly, PDF & Email