সোমবার, ৯ই এপ্রিল, ২০১৮ ইং ২৬শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

রাজিবের মাথার ভেতরে দুপাশেই রক্তক্ষরণ, স্বজনদের উদ্বেগ, চিকিৎসকরা শঙ্কিত

ঢাকায় দুই বাসের চাপে ডান হাত হারানো রাজিবের মাথার দুপাশে আঘাতের কারণে মাথার ভেতরে দুপাশেই রক্তক্ষরণ হয়েছে।

এজন্য স্বজনদের উদ্বেগ বৃদ্ধির পাশপাশি চিকিৎসকরাও শঙ্কিত। বর্তমানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে রাখা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে রাজীবের খালা লিপি শুক্রবার দুপুরে এ প্রতিবেদককে জানান, সিটিস্ক্যানের মাধ্যমে জানা গেছে, মাথার দুপাশে আঘাত আছে। এজন্য মাথার ভেতরে দুপাশ থেকেই রক্তক্ষরণ হয়েছে। ডান পাশের আঘাতের পরিমাণ বেশি।

রাজীবের আরেক খালা জাহানারা বলেন, রাজীব কথা বলতে পারে না। খালি এ ও করে। ডাক দিলে খুব আস্তে আস্তে তাকায়।

বেশ কান্নারত অবস্থায় তিনি বলেন, এতোদিন তো দেখছি, হাত গেছে। যাই হোক, কষ্ট লাগলেও মেনে নিয়েছিলাম। ছেলেটা তো কিছু একটা করে খেতে পারত। কিন্তু মাথার সমস্যা জানার পর আমরা দিশেহারা হয়ে পড়েছি।

রাজীবের চিকিৎসায় অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে গঠন করা সাত সদস্যের মেডিকেল বোর্ডের একজন সদস্য নাম না প্রকাশের শর্তে শুক্রবার দুপুরে এ প্রতিবেদককে বলেন, মাথার আঘাত খুব গভীর না হলেও বিপজ্জনক। যে কোনো সময় অবস্থার অবনতি হতে পারে। যদি সেরেও যায়, তা-ও সময়ের ব্যাপার।

আইসিইউতে কেন রাখা হলো- প্রশ্নে তিনি বলেন, রাজীব যে ঘটনার শিকার, তাতে করে অনেকেই তাকে দেখতে চাইবে, অবাধ যাতায়াত করবে। এটা তার জন্য অমঙ্গলজনক, ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাবে। তাছাড়া সবসময় বিশেষ যত্নের একটি বিষয় আছে। এমনিতে আইসিইউতে নেয়ার মতো অবস্থা হয়নি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

গাজীপুরে হাসান, খুলনায় মঞ্জু বিএনপির মেয়র প্রার্থী

ঘর ভাঙলো ইমরান এইচ সরকারের

সরকারের আশ্বাসে আগামী ৭ মে পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন স্থগিত (ভিডিও)

স্থগিত কোটা সংস্কার আন্দোলন

কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

কোটা সংস্কারের আন্দোলন স্থগিত