নবীনগরে উদ্ধারকৃত অজ্ঞাত কঙ্কালের রহস্য উদঘাটন, হত্যাকারী গ্রেফতার
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উদ্ধারকৃত অজ্ঞাত কঙ্কালের রহস্য উদঘাটন হয়েছে। সে সাথে হত্যার সাথে জড়িত মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নবীনগর উপজেলার সোহাতা কানাবাড়ী মোড় থেকে অজ্ঞাত লাশের কঙ্কাল পাওয়া গিয়েছিল গত বছরের নভেম্বব মাসে। পরে দীর্ঘ দিন পর বিভিন্ন তর্থ্যের ভিওিতে থানার পুলিশের চেষ্টায় কঙ্কালের রহস্য উদঘাটন হয়। একই সঙ্গে হত্যা মূল হোতা উপজেলার শ্রীরামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মেহেদি হাসানকে (২২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে অজ্ঞাত লাশের জীবদ্দশায় ব্যবহৃত কালো রঙয়ের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাঁরা আরও জানান, গ্রেফতার মেহেদী তাঁর স্বীকারোক্তিতে বলেন উদ্ধারকৃত মটর সাইকেলটির জন্যই সে তার বন্ধু মাহিত হাসানকে নবীনগর এনে হত্যা করে । নিহত মহিত ঢাকা জেলার মর্ধ্য বাড্ডা এলাকার কবির মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, গ্রেফতারকৃত
আসামীকে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার বিষয়ে সে স্বীকারেক্তি দেন। এঘটনায়
কঙ্কালের উদ্ধার হওয়ার পরই সাধারণ হয়েছিল। এখন নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি মেহেদি আদালতে নিজেকে ঘটনার বিষয়ে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছেন।