সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না ২০দল

বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।২০ দলীয় জোটের বৈঠক শেষে জেটের একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

 বৈঠক শেষে ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা বলেন, আমরা জোটের বৈঠকে সর্বসম্মতভাবে ঐক্যমতে পৌঁছেছি খালেদা জিয়াকে মুক্ত করেই কেবল নির্বাচনে অংশ নিব। তাকে ছাড়া কোনো নির্বাচনে যাবে না ২০ দল।
তিনি বলেন, আমরা জোটের পক্ষ থেকে প্রধান দল বিএনপির কাছে জানিয়েছি বিদেশী কূটনৈতিক সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে বৈঠকে জোটের শরীকদেরও রাখার দাবী জানিয়েছি।  যাতে সবাই মিলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া যায়।
 ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা বলেন, খালেদা জিয়ার সাজা ও কারামুক্তি নিয়ে জোটের বৈঠকে আলোচনা হয়েছে।  বৈঠকে সবাই সিদ্ধান্ত নিয়েছে বেগম জিয়া ছাড়া কোনো নির্বাচনে অংশ নিবে না জোট।
 জোটের আরেক নেতা বলেন, আমরা সমন্বিত কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া সাংগঠনিক জেলাগুলোতে জোটগত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।  তবে সবকিছুর আগে খালেদা জিয়ার মুক্তিকে প্রাদান্য দেয়া হয়েছে।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে জোটের সমন্বয়ক করা হয়েছে।এর আগে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব ও জোটের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার,
বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,  খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, এলডিপির মমহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লৎফুর রহমান,ইসলামী ঐক্যে জোটের আব্দুর রকিব, লেবার পার্টির( একাংশ) চেয়ারম্যান  মোস্তাফিজুর রহমান ইরান,  অপর অংশ এমদাদুল হক, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ,ন্যাপের চেয়ারম্যান মহাসচিব গোলাম মোস্তফা ভুুইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ,  বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল, মজিয়তে ওলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, শাহিনুর পাশা,ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন।
আমাদের সময়.কম
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

লাইফ সাপোর্টে শাহিন, পা কেটে ফেলার সিদ্ধান্ত কবিরের

চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ধূর্ত দুর্নীতিবাজ ধরতে চাই সম্মিলিত সহযোগিতা : দুদক চেয়ারম্যান

বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করতে জিয়ার সমাধিতে শপথ

এই ভয়টা জীবনে প্রথম পেলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিননেতা গ্রেফতার