সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশি ইমাম হত্যা: দোষী সাব্যস্ত মোরেল, রায় এপ্রিলে

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে একটি মসজিদের বাংলাদেশি ইমাম এবং তার সহকারীকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় অস্কার মোরেল (৩৭) নামের এক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী এপ্রিল মাসে এই মামলার সাজা ঘোষণার রায় হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার সু্প্রিমকোর্টের বিচারপতি গ্রেগোরি লাসাক মোরেলকে দোষী সাব্যস্ত করেন।

জানা গেছে, তিন সপ্তাহের দীর্ঘ বিচার শেষে অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করা হয়। মোরালের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তার বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল রিচার্ড ব্রাউন জানান, ২০১৬ সালের ১৩ আগস্ট দুপুরে নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে নিহত হন আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিন (৬৪)।

ব্রাউন বলেন, ‘ওই হত্যাকাণ্ডের ঘটনাটি বন্দুক সহিংসতা। এটি জনসমাগমস্থলে সংঘটিত হয়েছে। এই ঘটনায় নিউইয়র্কে পুরো মুসলিম কমিউনিটির মধ্যেই শোকের ছায়া নেমে আসে।’ সূত্র: ফক্স নিউজ

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পুরুষদেরকে হস্তমৈথুনের দায়ে ১০০ ডলার জরিমানা আইনের প্রস্তাব!

আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন স্মিথ-ওয়ার্নার

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৌদি আরবে হুথিদের সাতটি মিসাইল হামলা, সবকটিই ভূপাতিত, নিহত ১

এবার ইউরেনিয়াম সক্ষমতা অর্জনের হুংকার সালমানের

রাশিয়ায় আগুনের ঘটনায় নিখোঁজ ৬৯ জনের ৪১ জনই শিশু