সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

অস্তিত্ব রক্ষায় ‘হিন্দুত্বের পথে’ মমতা!

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি-ভীতিতে তৃণমূল কাঁপতে শুরু করেছে বলে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিধানসভায় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বলেন, ‘বিজেপির ত্রিপুরা-জয়ের পর বাংলার শাসক দলের রাতের ঘুম চলে গিয়েছে। তৃণমূলের মনে হয়েছে রামনবমী পালন করে বিজেপি রাজ্যের সব ভোট নিয়ে নেবে। তাই সব ছেড়ে এখন রামনবমী পালনে নেমেছে তৃণমূল।’

দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আরো খোঁচা দেন, ‘এতদিন মহরম আর ঈদ পালন করেছেন মুখ্যমন্ত্রী। এবার ঠেলায় পড়ে রামনবমী পালন করতে রাস্তায় নামছেন! আসলে অস্তিত্বরক্ষার জন্যই কৌশল বদল করছে তৃণমূল। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে। এখন মহরম-ইদ ছেড়ে রামনবমী পালনে ব্যস্ত হয়ে পড়েছেন দিদি। আমাদের মুখ্যমন্ত্রীর এই ভোলবদল সবাই ধরে ফেলেছে।’

এরপরই তিনি বলেন, ‘রাজ্যের মানুষ তৃণমূলের হাল বুঝতে পারছে। যাঁরা ঠেলায় পড়ে এমন ধরনের সিদ্ধান্ত নেয়, মানুষ তাঁদের সঙ্গে থাকে না।’ তাই মুখ্যমন্ত্রীর এই রামনবমী কৌশল তাঁদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে বলে দাবি দিলীপবাবুর।
তাঁর কথায়, ‘রাজ্যের মানুষ এখন মনেপ্রাণে চাইছেন বিজেপিকে। পরিস্থিতি সেদিকেই এগিয়ে চলেছে। কিছুতেই এই প্রবণতা থেকে মানুষকে নিজেদের পক্ষে নিয়ে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পুরুষদেরকে হস্তমৈথুনের দায়ে ১০০ ডলার জরিমানা আইনের প্রস্তাব!

সৌদি আরবে হুথিদের সাতটি মিসাইল হামলা, সবকটিই ভূপাতিত, নিহত ১

এবার ইউরেনিয়াম সক্ষমতা অর্জনের হুংকার সালমানের

রাশিয়ায় আগুনের ঘটনায় নিখোঁজ ৬৯ জনের ৪১ জনই শিশু

রাশিয়ায় শপিংমলে আগুন, নিহত ৩৭

ইয়েমেনে ক্ষুধার্ত শিশুদের জন্য দরকার ৩৫০ মিলিয়ন ডলার