g ফের পাকিস্তান সফরে আপত্তি গেইলদের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৫ই নভেম্বর, ২০১৭ ইং ১লা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

ফের পাকিস্তান সফরে আপত্তি গেইলদের

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক :ঘন কুয়াশার কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তাদের প্রস্তাবিত পাকিস্তান স্থগিত করেছে বলে ইতোপূর্বে খবর বেরিয়েছিলো। তবে এবার জানা গেলো বিষয়টি কুয়াশা নয়, নিরাপত্তার কারণে ক্যারিবীয় দল তাদের পাকিস্তান সফর স্থগিত করেছে।

বিভিন্ন সূত্রের দাবি, ক্যারিবিয়ান কয়েকজন শীর্ষ খেলোয়াড় পাকিস্তানে নিরাপত্তার বিষয়ে তাদের শংকা প্রকাশ করায় তিন ম্যাচের টি-২০ সিরিজটি স্থগিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রে জানা গেছে, বোর্ড যেহেতু সফর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি তাই আগামী বছর দুই দলের সূচির মধ্যে একটি সুযোগ বের করে প্রস্তাবিত সফরটি অনুষ্ঠিত হবে।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ক্রিস গেইল, কাইরন পোলার্ড এবং এবং ড্যারেন ব্রাভোর মতো কতিপয় সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে প্রস্তাবিত সফর সম্পর্কে আলোচনা করলে তারা পাকিস্তান সফরে আপত্তি জানায়।’

সূত্রটি আরো জানায়, ‘এমনকি পাকিস্তানে আইসিসির নিয়োগ করা নিরাপত্তা বাহিনী কর্তৃক দেয়া আইন-শৃংখলাজনিত রিপোর্টের পর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স এসোসিয়েশনও (ডব্লুআইপিএ) শংকা প্রকাশ করেছে।’

আইসিসি’র নিয়োগ করা নিরাপত্তা বাহিনী ইতিবাচক রিপোর্ট দেয়ার পর গত সেপ্টেম্বরে লাহোরে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলে বিশ্ব একাদশ। এরপর ২৯ অক্টোবর একই ভেন্যুতে একমাত্র টি-২০ ম্যাচ খেলতে রাজি হয় শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তবে এ সফরেও লংকান দলের সিনিয়র খেলোয়াড়রা অনুপস্থিত ছিলেন।

সূত্রটি জানায়, ‘বিশ্ব একাদশ ও শ্রীলংকা দলের সফর সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ দলের কতিপয় খেলোয়াড়ের পাকিস্তান সফর নিয়ে ভীতি কাটেনি।’

তবে আরেকিট সূত্র জানিয়েছে, ‘২৫ নভেম্বর থেকে নিউজিল্যান্ড সফর শুরু করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের এবং লাহোরে কুয়াশা ও ধুলিময় কন্ডিশনের কারণও এ সফর স্থগিত হওয়ার একটি কারণ। তবে ওয়েস্ট ইন্ডজ ক্রিকেট যেহেতু এ সফরের প্রতিশ্রুত দিয়ে এবং সফর আয়োজনে অঙ্গীকার করেছে তাই সফরটি দুই দলের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।’

এ জাতীয় আরও খবর