ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩
---
টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে চট্টগ্রামে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (০৪ নভেম্বর) সকালে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটক তিনজনের মধ্যে আবুল কালামের (৪৫) কাছ থেকে ১৬০০, মো.ইউসুফের (২০) কাছ থেকে ২০০০ এবং খালেদা বেগমের (২৩) কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকের সময় খালেদা বেগমের সঙ্গে তার শিশুসন্তানও ছিল।
আবুল কালাম এবং ইউসুফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। খালেদার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ বলেন, আবুল কালাম এবং ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া থেকে টেকনাফে গিয়ে ইয়াবাগুলো কিনে। তারা সেগুলো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাচ্ছিল বিক্রির জন্য। খালেদাকে তারা বাহক হিসেবে ব্যবহার করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটকের পর নগরীর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শামীম।