g রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অস্ত্রের যোগান দিচ্ছে ইসরায়েল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৬শে অক্টোবর, ২০১৭ ইং ১১ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অস্ত্রের যোগান দিচ্ছে ইসরায়েল

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২৩, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অস্ত্রের যোগান দিচ্ছে ইসরায়েল। রাখাইনে মুসলমানদের বিরুদ্ধে জাতিগত হত্যাযজ্ঞ চালানোর কারণে কোনও কোনও দেশ যখন অস্ত্র সরবরাহ সীমিত করেছে, ঠিক তখনি ইসরায়েলের কাছ থেকে অস্ত্রের যোগান পাচ্ছে মিয়ানমার।

ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ এমনটিই জানিয়েছে।
দৈনিক হারেৎজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে লাখ লাখ ডলারের চুক্তি সই করেছে মিয়ানমার। চুক্তির ভিত্তিতে ইসরায়েলই প্রযুক্তি ব্যবহার করে আধুনিক টহল বোট এখন মিয়ানমারে তৈরি করা হচ্ছে। এসব বোট আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত।

বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী যে হামলা শুরু করেছে তাতে ছয় হাজারের বেশি রোহিঙ্গা নিহত এবং অন্তত আট হাজার মানুষ আহত হয়েছেন। একই সময়ে হত্যা-নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলমান। সরকার রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে গণ্য করে না। তারা সব ধরনের মানবাধিকার হিসেবে বঞ্চিত রয়েছে।

এ জাতীয় আরও খবর