g নেতাকর্মীদের যা বলে লন্ডন থেকে ঢাকার পথে খালেদা জিয়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নেতাকর্মীদের যা বলে লন্ডন থেকে ঢাকার পথে খালেদা জিয়া

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৮, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য তিন মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে কাটিয়ে অবশেষে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি।

বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।

এদিকে, হিথ্রো থেকে উড়োজাহাজে ওঠার আগে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি বক্তব্য দেন। এ সময় নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে হ্যান্ডমাইক নিয়ে এ বক্তব্য প্রচার করেন।

টেলিকনফারেন্সে খালেদা জিয়া বলেন, ‘আপনারা দোয়া চেয়েছেন। সবার জন্য দোয়া থাকবে। আমি আপনাদের সঙ্গে মিটিং করতে পারিনি। আপ্যায়ন করাতে চেয়েছেন, আমি অংশ নিতে পারিনি। আমি এসেছিলাম চিকিৎসার জন্য। গতকালও ডাক্তারের কাছে গিয়েছি। আপনারা যারা প্রবাসে আছেন, তারা দেশে ভোটার হতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে হতে পারবেন।’

তিনি বলেন, ‘দলের ঐক্য বড় বিষয়। দলের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। মুরুব্বিদের সম্মান দিতে হবে। তরুণদের প্রাধান্য দিতে হবে। অবশ্যই সিনিয়রদেরও প্রয়োজন। তরুণদের কাজে লাগাতে চেষ্টা করবেন। এখানে যারা ছাত্র আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা রাজনীতি না করলেও দেশে গিয়ে ভোট দেবে।’

খালেদা জিয়া আরও বলেন, ‘আল্লায় বাঁচিয়ে রাখলে, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে খাওয়া-দাওয়া করব। মিটিং করব। ভালোভাবে যেন দেশে পৌঁছাতে পারি, দোয়া করবেন। আপনাদের ভাইয়ার (তারেক রহমান) সঙ্গে যোগাযোগ করবেন, তার খেয়াল রাখবেন।’

এরআগে গত ১৫ জুলাই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। তিনি সেখানে চিকিৎসার জন্য বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন।

এ জাতীয় আরও খবর