নাসিরনগরে অসদাচরনের দায়ে চাকুরী হারালেন দপ্তরী কাম নৈশ প্রহরী
---
নাসিরনগর প্রতিনিধি : বিদ্যায়েরর প্রধান শিক্ষককের সাথে অসদাচরনের দায়ে চাকুরী হারালেন শংকরাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ ফিরোজুর রহমান।
ঘটনার বিবরণে জানা গেছে,উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন ১০ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে গেলে নৈশ প্রহরী কাম দপ্তরি ফিরোজুর রহমান ছুটি চায়। প্রধান শিক্ষক ছুটি দিতে অস্বীকৃতি জানালে দপ্তরি অকথ্য ভাষায় গালি-গালাজ করে এক পর্যায়ে বহিরাগত লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।এতে তিনি আহত হন। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে থানার এস আই সাধন কান্তি চৌধুরীর নেতৃত্বে পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।
এঘটনায় দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ ফিরোজুর রহমানের বিরুদ্ধে আনীত অসদাচরনের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত১০(২)অনুচ্ছেদের প্রেক্ষিতে গত ৩ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উশিঅ/নাসির/২০১৭/৫২৩(০৬)নং স্মারকে তাকে স্থায়ীভাবে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দপ্তরী কাম নৈশ প্রহরী মোঃ ফিরোজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি অব্যাহতি পত্রটি পেয়েছেন বলে জানান।