g মিয়ানমার সেনাবাহিনীর বিচার করবে আমেরিকা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৩ই অক্টোবর, ২০১৭ ইং ২৮শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

মিয়ানমার সেনাবাহিনীর বিচার করবে আমেরিকা

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৯, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের দায়ে মিয়ানমারের সেনা সদস্যদের শাস্তির বিষয়ে চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ইয়াঙ্গুন ও ইউরোপভিত্তিক বেশ কয়েকজন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

চলতি মাসের ১৬ তারিখে মিয়ানমার বিষয়ে আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়ন। তবে ওই আলোচনাতেই মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো পদক্ষেপ আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার। অন্যদিকে রাখাইনে যে নিপীড়ন চলছে, তাকে ‘যেন এক জাতিগত নিধনের আদর্শ উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

এখন নতুন করে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ভাবা হচ্ছে। রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর অত্যাচারের ঘটনায় বিশ্বজুড়ে মিয়ানমার সরকার এবং দেশটির নেত্রী অং সান সু চির বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর