নাসিরনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক ব্যানার লাগালো স্বর্ণ কিশোরী ও রক্তিম মিনা
---
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : চলুন বদলে যাই , সমাজকে বদলে দেই এই শ্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং ,বাল্যবিবাহের মত ভয়াবহ সামাজিক ব্যাধি দূর করার জন্য রক্তিম মিনা,স্বর্ণ কিশোরী,সূর্য কিশোর,স্বপ্নের যাত্রার মত সংগঠন যৌথভাবে নাসিরনগরে কাজ করে যাচ্ছে।এসব কুফল থেকে মুক্তি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত মঙ্গলবার বিকালে জান্নাত চৌধুরী রাখির সার্বিক সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ও গ্রামীণ ফোনের ডিস্ট্রিবটর শরীফুজ্জামান চৌধুরী সুমন এর উপস্থিতিতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানার লাগানো হয়।
ব্যানারে সচেতনতারমূলক বিভিন্ন শ্লোগানের পাশাপাশি নাসিরনগর থানার ওসি এবং স্বর্ণ কিশোরীর মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে। যেখানেই বাল্যবিবাহ ও ইভটিজিংসহ অপরাধ সংঘঠিত হলেই নাম্বার দুটিতে ফোন করে জানাতে পারবে।এসময় রক্তিম মিনা,স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর ও স্বপ্নের যাত্রা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।