নাসিরনগরে গাঁজাসহ ইয়াবা উদ্ধার আটক ২

---
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে জৈঠাগ্রামে আজ মঙ্গলবার সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশেষ অভিযানে ২৫কেজি গাঁজা ও ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরা হলেন, নাসিরনগর জৈঠাগ্রামের মৃত: মন্নর আলী মেম্বারের ছেলে রমজান আলীর (৬৫) ও উপজেলার একই গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম প্র: সম্রাট।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় নাসিরনগরে জৈঠাগ্রামে গোপন সংবাদের ভিওিতে বিশেষ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর ও সম্রাটকে আটক করি। তখন তাদের বসত ঘরে পাটের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্হায় ২৫ কেজি গাঁজা ও ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। তাদের বিরুদ্ধে নাসিরনগর থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।




ঈদকে ঘিরে ‘মিনি কক্সবাজার’ নামে খ্যাত বিলআকাশীর বুঁকে দর্শনার্থীদের ভিড়
নাসিরনগরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসল পানির নিচে ॥ নৌকা ডুবিতে নিখোঁজের সন্ধ্যান ৪দিনেও মেলেনি