g ফিক্সিংয়ের ঘটনায় ৫ বছর নিষিদ্ধ খালিদ লতিফ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৭ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ফিক্সিংয়ের ঘটনায় ৫ বছর নিষিদ্ধ খালিদ লতিফ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২০, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : স্পট-ফিক্সিংয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেটের সম্পর্ক বেশ পুরনো। ২০১৭ সালে ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনার বড় ধরনের শাস্তি পেলেন খালিদ লতিফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ডানহাতি ব্যাটসম্যানকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে।

২০১৭ সালের শুরুতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার সময় স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন লতিফ। পিসিবির দুর্নীতি-বিরোধী আইনের ছয়টি ধারা ভঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বুধবার ছয়টি ধারাতেই দোষী সাব্যস্ত হন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি বড় ধরনের জরিমানার মুখে পড়েছেন খালিদ লতিফ। পিসিবি তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করে।

একই সময় স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন শারজিল খান। চলতি মাসেই তাকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি।