বিশ্বের সেরা বাসযোগ্য শহর কোনটি?
---
অনলাইন ডেস্ক : বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হল অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন। সত্যিই অসাধারণ এই শহরে রয়েছে ফেডারেশন স্কোয়ার, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানাসহ একাধিক অসাধারণ দৃশ্যনীয় স্থান।
যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যা ক্রিকেট দুনিয়ার ঐতিহাসিক মঞ্চ। এই সকল কারণেই মেলবোর্নকে বিশ্বের সেরা বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত করা হল।
এই নিয়ে সাতবার ধারাবাহিকভাবে মেলবোর্ন শহরটি এই শিরোপা পেল। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে এই খেতাব তুলে দেওয়া হল মেলবোর্নকে। এই শহরটিকে ১০০ নম্বরের মধ্যে ৯৭.৫ নম্বর দেওয়া হল। ২০১৬-তেও এই একই নম্বর পেয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল মেলবোর্ন। ১৪০টি শহরকে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল এই শহরটি।