g পৃথিবীকে আক্রমণ করতে পারে এলিয়েনরা! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

পৃথিবীকে আক্রমণ করতে পারে এলিয়েনরা!

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৭, ২০১৭

---

অনলাইন ডেস্ক : নাসা’র একটা ছোট্ট ভুলের জন্যই নাকি পৃথিবীকে যেকোন সময় আক্রমণ করতে পারে এলিয়েন বা ভিনগ্রহীরা। অর্থাৎ যদি তারা থেকে থাকে, তাহলে নাকি তারা যেকোন সময় পৃথিবীতে এসে একেবারে জমিয়ে বসতে পারে।

এমনটাই আশঙ্কা করছেন আমেরিকান অ্যাস্ট্রোনট ড. ফ্র্যাঙ্ক ড্রেক। আগে ‘নাসা’র সঙ্গে কাজ করেছেন তিনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ ১৯৭০-এ এক বিশেষ মানচিত্র মহাকাশে পাঠায়। সেই মানচিত্র তৈরিতেই কাজ করেছিলেন ড্রেক। বর্তমানে সেটি নক্ষত্রমণ্ডলে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

ন্যাশনাল জিওগ্রাফিকের রিপোর্ট অনুযায়ী, ১৯৭৭-এ নাসা Voyager 1 ও Voyager 2 নামে দুটি স্পেশক্রাফট মহাকাশে পাঠায় নাসা। ফ্র্যাঙ্ক ড্রেক নামে ওই মহাকাশ বিজ্ঞানী তাঁর মেয়ে নাদিয়াকে বলেছেন, সেই সময় পৃথিবী থেকে পাঠানো হচ্ছে এটা প্রমাণ করার জন্য কিছু একটা পাঠাতে হত ওই স্পেশক্রাফটে। সেই জন্যই দেওয়া হয়েছিল ওই মানচিত্র। তাঁর আশঙ্কা এতদিনে এলিয়েনদের হাতে পৌঁছেছে সেই ম্যাপ। আর সেটা দেখে তারা যখন-তখন নেমে আসতে পারে ধরাধামে।

ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া সাক্ষাৎকারে নাদিয়া জানিয়েছে, ওই স্পেশক্রাফটের সন্ধান পেলে ভিনগ্রহীরা পৃথিবীকে তো অনায়াসে খুঁজে পাবেই, সেই সঙ্গে কতদিন আগে ওই স্পেশক্রাফট পাঠানো হয়েছে, সেটাও জেনে যাবে। এতে বিপদের আশঙ্কা আছে জেনেও কেন ‘নাসা’ এমন একটা কাজ করল? এর উত্তরে ড্রেক বলেন, যে সময় এটি পাঠানো হয়, সেইসময় এবিষয়ে প্রশ্ন তোলার মত কেউ ছিল না। এর কোন নেগেটিভ দিক থাকতে পারে, ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগে পৃথিবী আদৌ বিপদে পড়তে পারে কিনা, সেই বিতর্কও তৈরি হয়নি। খবর কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

  • এলিয়েনদের হাতে অপহরণ!
  • ২৫ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন
  • খোঁজ মিলল এক গ্রহের, যেখানে বাতাসে রয়েছে অক্সিজেন
  • সন্তান কোথায় যায় জানাবে অ্যাপসন্তান কোথায় যায় জানাবে অ্যাপ
  • ইউটিউবে ভিডিও দেখুন আরও সহজে
  • গুলশান ট্রাজেডি : পশ্চিমবঙ্গে প্রতিবাদ সভা
  • প্রতিবন্ধীদের মুখে হাসি ফুঁটালো প্রতিবন্ধীরাই
  • সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৩
  • যে কারণে সূরা ফাতিহার ২১টি নাম
  • আশুগঞ্জে দু-দল গ্রামবাসীর সংঘর্ষ,আহত-৫০ (ভিডিও)
  • আশুগঞ্জে পাইলাইনে লিকেজ ॥ নির্গত হচ্ছে বিপুল পরিমান অপরিশোধিত তেল
  • ব্রাহ্মণবাড়িয়ায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩০,আগুনে পুড়ানো হয়েছে ১৫ ঘর-দোকান