g বিমানের বাথরুমে মিয়া খলিফাকে যে অবস্থায় দেখে শোরগোল নেটদুনিয়ায় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৮ই আগস্ট, ২০১৭ ইং ৩রা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বিমানের বাথরুমে মিয়া খলিফাকে যে অবস্থায় দেখে শোরগোল নেটদুনিয়ায়

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৭, ২০১৭

---

অনলাইন ডেস্ক : মিয়া খলিফা। বিশ্বের আলোচিত-সমালোচিত পর্নো তারকাদের একজন। সেই হিসেবে তার রয়েছে অসংখ্য ভক্ত ও অনুরাগী। এজন্য কখনও কখনও ফ্যানদের আবদারে রান্নাও করেন তিনি। আবার কখনও ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাকর ছবি প্রকাশ করে নিজের উপস্থিতি জানান দেন। তা সম্প্রতি তিনি আবার কী করলেন?

মিয়া খলিফা অবশ্য বিশেষ কিছু করেননি। বিমানে প্রায়শই যাতায়াত করতে হয় তাঁকে। সেরকমই এক সফরে বিমানে টয়লেটে একটি সেলফি তুলেছেন। সেটি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই শুরু হয়েছে সমালোচনা।

নেটিজেনরা বলছেন, বিমানের বাথরুমে মিয়াকে যে এ অবস্থায় দেখা যাবে তা ভাবতেও পারেননি তাঁর অনুরাগীরা। পাশাপাশি যে ক্যাজুয়াল প্যান্টটি মিয়া খলিফা পরেছিলেন সেটির দিকেও নজর গেছে অনুরাগীদের। তার প্যান্টের নকশার সঙ্গে কেউ কেউ ওয়াই-ফাই সিগন্যালের তুলনা করেছেন। কেউ কেউ আবার অন্য প্রসঙ্গ এনেছেন। মিয়ার সহযাত্রীর সৌভাগ্য নিয়ে অনেকে ঈর্ষাণ্বিত হয়েছেন। সব মিলিয়ে নিছক একটা সেলফিই মিয়াকে আরও একবার নেটদুনিয়ায় দিনভর ট্রেন্ডিংয়ে রাখল।