g হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ; ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ; ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১২, ২০১৭

---

ভারতের উত্তরপপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে গত আটচল্লিশ ঘণ্টায় মারা গিয়েছে অন্তত ৩০টি শিশু। হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলেই ওই ঘটনা ঘটেছে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
হাপাতালটিতে মোট তিনটি ওয়ার্ড মৃত ৩০টি শিশুই এনসেফ্যালাইটিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

হাপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী বেসরকারি সংস্থাটির দাবি, ৭০ লক্ষ টাকার মধ্যে সিলিন্ডার কিনে মাত্র ৩৫ হাজার টাকা পরিশোধ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি টাকার জন্য বারবার জানানো হলেও টাকা পরিশোধ করেনি হাসপাতাল কতিৃপক্ষ।

বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দেয় অক্সিজেন সরবরাহকারী ওই সংস্থা। তাদের দাবি, চিঠিতে তারা স্পষ্ট জানিয়েছিল, বকেয়া টাকা না মেটালে তাদের তরফে অক্সিজেন সরবরাহ করে যাওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা না মেটালে সরবরাহ বন্ধ করতে তারা বাধ্য হবেন বলেও হাসপাতালকে জানানো হয়েছিল।

তবে, এই বিতর্কের মাঝে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন উত্তরপপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। সেখান থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলা হয়েছে, অক্সিজেন বন্ধ হয়ে নয়, অন্য কারণে মৃত্যু হয়েছে শিশুগুলির।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৭টি শিশুর।

তবে, হাসপাতাল কতিৃপক্ষের দাবি, অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু হয়নি। অন্যদিকে, চিকিৎসকেরা বলছেন, ওই সময় অন্য জেলা থেকে অক্সিজেন সিলিন্ডার এনে পরিস্থিতি সামলানো হয়েছে।

এদিকে, ওই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির উত্তরপ্রদেশ সরকার। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর