g সুরমা, তিস্তা ও যমুনা নদীর পানি বিপদসীমার উপরে (ভিডিও) | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

সুরমা, তিস্তা ও যমুনা নদীর পানি বিপদসীমার উপরে (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১২, ২০১৭

---

টানা বৃষ্টি আর উজানের ঢলে সুরমা, তিস্তা ও যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এভাবে চলতে থাকলে চলতি মাসে আরেক দফা বন্যা হতে পারে এসব এলাকায়।

এরইমধ্যে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, শাল্লা ও দোয়ারাবাজার উপজেলার নিচু এলাকা ডু্বে গেছে। ৬টি উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে তিস্তা নদীর পানি বাড়ায় বন্যায় তলিয়েছে লালমনিরহাটের ৫টি উপজেলার ২৫টি গ্রাম।-তথ্যসূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর