g ফের জামিনের মেয়াদ বাড়লো ক্রিকেটার সানীর | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১১ই আগস্ট, ২০১৭ ইং ২৭শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ফের জামিনের মেয়াদ বাড়লো ক্রিকেটার সানীর

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৮, ২০১৭

---

আদালত প্রতিবেদক : নারী নির্যাতনের মামলায় ক্রিকেটার আরাফাত সানীর ফের জামিন মেয়াদ বাড়ানো হলো। সোমবার জামিনের মেয়াদ শেষে আরাফাত সানী তার আইনজীবীদের নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চান। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আদালত আগামি ২৮ আগষ্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন এবং বাদিনীর সঙ্গে সমঝোতার করার জন্য পরামর্শ দেন।

সানী আইনজীবীরা বলেন, আরাফাত সানীর জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে হাজির হয়েছেন। আদালতে আরাফাত সানীর আইনজীবী আরোও বলেন, নাসরিন সুলতানার মধ্যে সমঝোতার কথাবার্তা চলছে। দুই পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে। আশা করছি, দ্রুত আমরা সমঝোতায় পৌঁছাতে পারব। এ সময় নাসরিন সুলতানা আদালতে উপস্থিত ছিলেন। তবে তিনি আরাফাত সানীর জামিনের বিরোধিতা করেন।এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৮ আগস্ট পর্যন্ত আরাফাত সানীকে জামিন দেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন আরাফাত সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার অভিযোগ মোহাম্মদপুর থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঢাকা সিএমএম আদালতে নথি পাঠান। এরপর আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় বলা হয়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে আরাফাত সানী ও নাসরিন সুলতানার ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন বছরেও আরাফাত সানী দুই পরিবারের সঙ্গে আলোচনা করে নাসরিন সুলতানাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন।
এর পর গত বছর ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে নাসরিন সুলতানা নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে নাসরিন সুলতানার আসল ফেসবুকে সানী-নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় আরাফাত সানী রিমান্ডে থাকা অবস্থায় গত ২২ জানুয়ারি তার মা নার্গিস আক্তার থানার সামনে বাদীকে মারধর করেন। এ বিষয়ে ওই দিন থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা করেন নাসরিন সুলতানা।

উল্লেখ্য, আরাফাত সানীর বিরুদ্ধে নাসরিন সুলতানা নারী নির্যাতনের মামলা ছাড়াও যৌতুক আইনে একটি মামলা এবং তথ্য প্রযুক্তি আইনে আরেকটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গত ২২ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আরাফাত সানীর সঙ্গে যে নাসরিন সুলতানার বিয়ে হয়েছিলে চার্জশিটে তা উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া।

এ জাতীয় আরও খবর