g বন্ধ করতে হবে ৫৭ ধারার অপপ্রয়োগ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

বন্ধ করতে হবে ৫৭ ধারার অপপ্রয়োগ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৫, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার অপপ্রয়োগের সমালোচনা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বর্তমানে অনেকে ক্ষমতার অপপ্রয়োগ করছেন উল্লেখ করে এ প্রসঙ্গে মন্ত্রী বললেন, ‘তুচ্ছ কারণে ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে। এই প্রবণতা আত্মঘাতী। এসব আত্মঘাতী কাজ আমাদের বন্ধ করতে হবে।’

শনিবার (৫ আগস্ট) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ‘সতীর্থ-স্বজন’ আয়োজিত ওই আলোচনা সভায় ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি খুশি হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে আরো বলেন, ‘কেউ কেউ ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহাখুশি। এরা এভাবেই খুশি হয়। আনন্দের জগাই-মাধাই শুরু হয়েছে। কিছুক্ষণ আগে একজন বলে গেছেন, তারা (বিএনপি) আশার আলো দেখছেন। অন্য ইস্যু মরে গেছে।’

বিএনপির কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের এই আশার আলো অচিরেই নিভে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে আসুন। ঘটনায়, দুর্ঘটনায় ইস্যু খুঁজে লাভ নাই।’

সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর