হাবিবার গায়ে হলুদ ॥ প্রথমেই বাবার ভূমিকায় পুলিশ সুপার
---
অনাথ হাবিবার অভিভাবকত্ব গ্রহন করলেন এসপি মিজানুর রহমান পিপিএম। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সোনারগাঁ গ্রামের বাসিন্দা মো. জাকারিয়া আলমের সাথে বিয়ে দেয়ার মনস্থির করলেন। জাকারিয়াকে পুলিশের কনষ্টেবলের চাকরী দিলেন।এরপর বিয়ের দিন ধার্য্য করা হয় ১৪ জুলাই। আজ ১৩ জুলাই হাবিবার গায়ে হুলুদ। সরকারি শিশু পরিবার যেন মনোরম সাজে ফুটে উঠেছে। সুন্দর এক রূপসী’র সাজে গায়ে হলুদের মঞ্জে বসানো হয়েছে হাবিবাকে। গাল ভরা হাসিঁ নিয়ে হাবিবার গালে প্রথমেই হলুদ লাগালেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম ও তার সহধর্মীনি। তারপর পৌরসভা’র মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন ও সহধর্মীনি , সাংবাদিক , সাংগঠনিক ও ব্রাহ্মনবাড়িয়া জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার সাথে মেতে উঠেছে সরকারী শিশু পরিবার। আনন্দের আর সীমা নেই। হাবিবার এতিম আর অনাথ হলেও বিয়ে হচ্ছে রাজকীয় ভাবে। আলোচিত এই বিয়ে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র চলছে আলোচনা। আজ ছিল হবিবার গায়ে হলুদ। আগামীকাল ১৪ জুলাই বিয়ে। সন্ধ্যায় পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার) তার বাসভবন থেকে বরকনেকে বিদায় জানাবেন। বিয়েকে ঘিরে সরকারী শিশু পরিবারে উৎসবের আমেজ। বিয়ের শুরুটা পুলিশ সুপার মিজানুর করলেও এখন একে একে অনেকেই বিয়ের সাথে যুক্ত হয়েছেন।