বাগদাদির মৃত্যু নিশ্চিত করেছে আইএস
---
আন্তর্জাতিক ডেস্ক :তথাকথিত ইসলামী সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের প্রধান নেতা আবু বকর আল-বাগদাদির নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। মঙ্গলবার ইরাকের বেসরকারি টিভি চ্যানেল আস সুমারিয়া এক খবরে এ তথ্য জানায়।
ইরাকের নেইনাভা প্রদেশের একটি সূত্রের বরাতে আস সুমারিয়া টিভির খবরে বলা হয়, সংক্ষিপ্ত বিবৃতিতে আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে নিজেদের কথিত নতুন ‘খলিফা’র নাম ঘোষণা করেছে আইএস।
২০১৪ সালে শেষবার সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন বাগদাদি। সে সময়ে তিনি মধ্যপ্রাচ্যে কথিত খেলাফত সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেকবার সংবাদ মাধ্যমে তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য সে সব খবরের সত্যতা প্রমাণিত হয়নি।
কিন্তু চলতি বছরের ১৬ জুন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মে মাসের শেষ দিকে রাকার উপকণ্ঠে রুশ বিমানবাহিনীর হামলায় বাগদাদি নিহত হয়েছে।
এরপর ২৯ জুন বাগদাদি নিহত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে বলে জানায় রাশিয়া। সূত্র : আরটি অনলাইন