অভিনেতা না হলে কী হতেন রণবীর?
---
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনয় ক্যারিয়ারে প্রায় এক দশক পার হতে চলেছে তার। এর মধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কয়েকবার সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন। বক্স অফিসে সফলতা ও ব্যর্থতার মধ্যে দিয়ে এগিয়ে চলছেন তিনি।
কিন্তু অভিনেতা না হলে কী হতেন রণবীর? সম্প্রতি এ প্রশ্নের উত্তর নিজেই জানিয়েছেন এ অভিনেতা।
এ প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমি যদি অভিনেতা না হতাম তাহলে ক্যারিয়ার নিয়ে আমাকে এখনো সংগ্রাম করতে হতো। আমি ফুটবল খেলোয়াড় হওয়ার চেষ্টা করতাম। চেষ্টা করেই যেতাম। আমার বয়স ৩৪ এবং তাই এখন হাঁটু দুর্বল হয়ে যেত। আমি বরং কোনো স্কুল দলের কোচ হওয়ার চেষ্টা করতাম।’
নিজের প্রাতিষ্ঠাতিক শিক্ষা নিয়ে এ অভিনেতা বলেন, ‘স্কুলের লেখাপড়া নিয়ে আমার পরিবারের ইতিহাস খুব একটা ভালো নয়। বাবা (ঋষি কাপুর) অষ্টম শ্রেণি, চাচা নবম শ্রেণি এবং আমার দাদা ষষ্ঠ শ্রেণিতে ফেল করেছিলেন। বলতে গেলে আমিই পরিবারের মধ্যে পড়ালেখায় একটু ভালো। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় আমি ৫৬.৩ শতাংশ নম্বর পেয়েছিলাম। তবে আমার পাঁচটি বিষয়ে ৬০ শতাংশ নম্বর ছিল।’
বর্তমানে জাগ্গা জাসুস সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রণবীর। একজন কিশোর গোয়েন্দার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। এতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ২০১৪ সালে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায়। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।