ষোড়শ সংশোধনী বাতিলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে : মওদুদ
---
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেই সংবিধানে ষোড়শ সংশোধনী এনেছিল। সুপ্রিম কোর্ট তা বাতিল করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এই মন্তব্য করেন।
গত সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না; বরং তা আগের মতোই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত থাকবে।
এ বিষয়ে শনিবারের আলোচনায় মওদুদ বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা হবে।
সরকার নিম্ন আদালতের ওপর প্রভাব বিস্তার করছে মন্তব্য করে মওদুদ আরো বলেন, নিম্ন আদালতের সব দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর অর্পিত না হওয়া পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে না।